বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাতমোড়া ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কে.এম মামুনুর অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. পারভেজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল।
আরও বক্তব্য রাখেন নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউছার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, উপজেলা কৃষকদের যুগ্ম আহবায়ক মো. রওশন আলম জুয়েল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ