রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান ও প্রতিবাদের নজির গড়েছে মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয়ের জমিতে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে তারা নিজেরাই।
সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রায় তিন শতাধিক ছাত্রী লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে নির্মিত একটি টিনশেড ঘর ভেঙে দেয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ বালিকা বিদ্যালয়টি মাদারগঞ্জ হাট এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের সীমানা প্রাচীরসংলগ্ন ফাঁকা জায়গায় মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ তাজুল ইসলাম শামীম একটি টিনের ছাউনি দিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন। এতে ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াতে বিঘ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছিল।
সোমবার সকালে ছাত্রীদের পক্ষ থেকে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থানীয় হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং একপর্যায়ে নিজেরাই টিনশেড ঘরটি ভেঙে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় পথচলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে দখলদার উচ্ছেদে এগিয়ে আসে।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক শাহ মোহাম্মদ তাজুল ইসলাম শামীম দাবি করেন, 'স্কুলের সামনে যে জায়গায় আমি ছাউনি দিয়েছিলাম, তা আমার পৈতৃক সম্পত্তি। তবু সেখানে নির্মিত স্থাপনা ছাত্রীরা ভেঙে দিয়েছে।'
বিডি প্রতিদিন/মুসা