ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সভা শেষে মনিরুল ইসলাম মনিরকে সভাপতি ও লক্ষন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সোমবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌর বিএনপির সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আতাউর রহমান, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক কাউন্সিলর হামিদুল্লাহ আল মামুন প্রমূখ।
আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা ও শপথ পাঠ করান অতিথিরা। এই কমিটি আগামী তিন বছরের দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/হিমেল