বগুড়ায় আন্তঃজেলা ব্যাটারিচালিত অটোরিকশা চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে রাত পর্যন্ত বগুড়া সদর উপজেলা ও গাইবান্ধার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার মহাজনপুর দক্ষিপাড়া এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৭), বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবাগ গ্রামের আজাদুলের ছেলে মো. শাওন (২৮), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া হাফিজপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে মো. হারুন মিয়া (৪৭), পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা এলাকার মৃত আব্দুল কাফি প্রধানের ছেলে মো. হাবিবুর রহমান শাহীন (৫০), মৃত আব্দুল জলিলের ছেলে মো. সনজু মিয়া (৩০), চন্দিয়া ভবানীগঞ্জ গ্রামের মৃত বক্তার আলীর ছেলে মো. মজিদ মিয়া হাওলাদার (৪৫) এবং মো. মমিন হাওলাদার (২৯)।
তাদের মধ্যে সোহেল রানার বিরুদ্ধে দস্যুতা-সহ তিনটি এবং শাওনের বিরুদ্ধে দস্যুতা, চুরি ও নারী নির্যাতনের ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, প্রথমে সদর উপজেলার মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে পরবর্তীতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা বাজার এলাকার ‘মেসার্স শাহীন অটো অ্যান্ড ব্যাটারি হাউজ’ নামক একটি দোকান ঘর থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে বিক্রি করে আসছিল। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক