ত্রিশ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালীন কোর্টবাজার হতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামানো হয়। যাত্রী হাসু মিয়াকে (৪১) সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজার মূল্য ৯১ লাখ ২০ হাজার টাকা।
হাসু মিয়া রামু উপজেলার দারিয়ারদিঘী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
মাদকসহ আটক হাসু মিয়াকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ