বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর কয়েক ঘণ্টা পর বুধবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার খালিদ খান রবিন বরিশাল সদর উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিনকে নগরীর আমতলা মোড় থেকে আটক করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা। পুলিশ তাকে হেফাজতে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নগরীর ষ্টীমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম রেজা, এটিএসআই মো. মাহবুব, কনষ্টেবল মো. জাহাঙ্গীর ও হাবীবকে ওই রাতে লাইনে প্রত্যাহার করা হয়।
বরিশাল মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, রবিন পালিয়ে যাওয়ার পর খবর পেয়ে তারা বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করেন। পরে ঢাকার দক্ষিণখান এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান করেন। রাত দুইটার দিকে সেখান থেকে রবিনকে গ্রেপ্তার করে সকালে বরিশাল নিয়ে আসেন। পরে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার এসআই পার্থ বলেন, আসামী রবিন বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের মামলার এজাহার নামীয় আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে পুলিশ প্রহরায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ