চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চকআলমপুর পাঠানপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ আলী ওরফে আরিফ পাঠান আবারও মাদকসহ গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, একটি ফেনসিডিলের বোতল, মাদক বিক্রির ৬১ হাজার ৫০০ টাকা, একটি ইলেকট্রিক সট মেশিন এবং ২টি হেরোইন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, গ্রেফতারকৃত আরিফ পাঠানের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এর আগেও তার বিরুদ্ধে ৮টি মাদক মামলার বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ