বিদ্যালয়ের সম্মুখে খেলার মাঠে প্রবেশ বন্ধ করে প্রাচীর নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর সরকারী ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের ভাষ্য, তাদের বিদ্যালয়ের সম্মুখ মাঠটি প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না। মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না। শিশু শিক্ষার্থীরদের দাবি তারা মাঠ চায়, উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে চায়।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা হোসেন রিপা বলেন, এ বিদ্যালয়টিতে প্রায় আড়াই’শ শিশু শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সম্মুখে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে থাকে। কিন্তু সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মাঠটি ঘিরে দিতে প্রাচীর নির্মাণের চেষ্টা করছে।
তিনি বলেন, বিদ্যালয়ের সামনেই প্রাচীর দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে। বিদ্যালয়ের শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না। তারা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। এজন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও দাবি, তাদের শিশু শিক্ষার্থীদের জন্য মাঠটি মুক্ত রাখতে হবে। তারা যেন খেলাধুলা থেকে বঞ্চিত না হয়।
প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, বিদ্যালয়ের নিরাপত্তায় একটি প্রাচীর নির্মাণের টেন্ডার হয়েছে। এটি নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু হলে ভূষণ সরকারী প্রাথমিক বিদ্যালয় আপত্তি জানায়। বিষয়টির আইনানুগ অবস্থা জেনে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ