ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
৫৮ বিজিবির প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, সামন্তা বিওপির জীবননগর পাড়া মাঠের মধ্যে থেকে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে শ্যামকুড় মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর থেকে ৭জন,খোশালপুর বিওপির অধীনস্থ বাঘাডাঙ্গা গ্রামের মাঠের বাঁশ বাগান থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩জন,বেনীপুর বিওপির অধীনস্থ পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৪জন,বাঘাডাংগা বিওপির হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে ৫জন পুরুষ, শ্যামকুড় বিওপির মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩জন এবং লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রামের কুদ্দুস পার্ক এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৭জনকে আটক করে। আকটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম