সীমান্ত জেলা শেরপুর ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া রাবার বাগান ধুমগড় এলাকার গভীর বনাঞ্চল থেকে ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। এলাকাটি ভারতের মেঘালয়ের কয়েক গজের মধ্যে।
আজ শনিবার (১০ মে) ভোরবেলায় এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এর সাথে জড়িত অন্তত চারজনের নাম পেয়েছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।
ঝিনাইগাতি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সারা রাত ব্যাপি কঠোর নজরদারি করে ভোরের দিকে ওই গভীর বন থেকে পুলিশ ওসব মাদক ধরতে সফল হয়। এই অবৈধ কারবারের সাথে অন্তত ৭/৮জন জড়িত রয়েছে। পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।
ঝিনাইগাতি থানার ওসি মো. আল আমিন বলেছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ