নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ: সাত্তার খাঁনের ছেলে।
পুলিশ জানায়, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন অভিযান চালায়। এ সময়ে একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। তল্লাশি করে গাড়ির টুল বক্সের ভেতরে রক্ষিত একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার তদন্ত (ওসি) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম