অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ বলেছেন, অবিলম্বে ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। অন্যথায় এই সরকারের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলনে নামতে বাধ্য হব।
শনিবার (১০ মে) বিকেল সোয়া ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, সহকারী মহাসচিব মুফতি আবুল খায়ের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি ফজলে বারী মাসুূদ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো ধরনের টালবাহানা ছাত্র-জনতা মেনে নেবে না। দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগ লুটেরার নাম, আওয়ামী লীগ আয়না ঘরের নাম। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। এই সরকার জুলাই বিপ্লবের চেতনা ধারণা করে না। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল গণহত্যার বিচার করা। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।
বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় গণমিছিল শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল