বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর কার্যক্রম গতিশীল থাকলে ভারত-পাকিস্তান যুদ্ধ হতো না। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো। তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিলো জিয়াউর রহমানের সুদূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিলোনা। সার্কের যে মহত্ব ছিলো প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো আলোচনায় বসতো। রাষ্ট্র নেতারা একটা জায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিলো।
তেঁতুলিয়া বিএনপির সম্মেলনে শুক্রবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।
বিডি প্রতিদিন/এএ