ভাঙ্গা রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল।
শুক্রবার (৯ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সব রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার পর খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন এসে শনিবার সকালে উদ্ধার তৎপরতা চালায়। জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং কেউ আহত হননি বলে জানিয়েছেন বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খায়রুজ্জামান সিকদার।
ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, লাইনচ্যুত বগি সফলভাবে লাইনে তোলা হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে।
দীর্ঘ সময় বন্ধের পর শনিবার (১০ মে) সকাল ৯টা ২৩ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, যার মাধ্যমে প্রায় ১২ ঘণ্টা ১৩ মিনিট পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।
একই দিন সকাল ১০টায় জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম