পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের মতো তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করবেন না। তিনি জানান, ভারত বুধবার পাকিস্তানের কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো আক্রমণের ঝুঁকি রয়ে গেছে।
পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভির ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
খাজা আসিফ বলেন, “ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই হামলা চালাতে পারে, তাহলে আমাদেরও জবাব দেওয়ার অধিকার আছে। আমরা জবাব দেব, তবে বেসামরিকদের লক্ষ্য করব না। আমাদের প্রতিক্রিয়া হবে নীতিনিষ্ঠ।”
তিনি আরও বলেন, “ভারত কিছু শহরকে অন্তত রাডারে টার্গেট করেছে, যাতে প্রয়োজন হলে সেখানে হামলা চালানো যায়। এই কারণেই কিছু শহরে অন্ধকার করে দেওয়া হয়েছিল। তবে আমরা পুরোপুরি প্রস্তুত এবং এর চরম মূল্য ভারতকে দিতে হবে।”
তিনি বলেন, ভারত যা করছে, তা আর সহ্য করা হবে না। পাকিস্তান যথাযথ জবাব দেবে। খাজা আসিফ জানান, দুই সপ্তাহ আগে শুরু হওয়া চলমান এই সংকট এখনো পুরোপুরি শেষ হয়নি।
বিডি প্রতিদিন/আশিক