‘৩ ইডিয়টস’-এ ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয়ের সময় নিজের ভয় ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আর মাধবন। সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগে তার মনে ছিল প্রবল সংশয়।
২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত এ চলচ্চিত্রে মাধবনের সঙ্গে ছিলেন আমির খান ও শারমান যোশি। তিনজনেই সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে তারা কেউই সেই বয়সে ছিলেন না। আমির ছিলেন ৪৪, মাধবন ৪০ এবং শারমান ৩০ বছর বয়সী।
মাধবন বলেন, “৩ ইডিয়টস করার সময় আমি সত্যিই আতঙ্কে ছিলাম। আমি তখন ৪০ বছর বয়সী ছিলাম, অথচ ১৮ বছরের ছাত্রের চরিত্রে অভিনয় করছিলাম। এটা একপ্রকার অলৌকিক ঘটনা যে আমরা কলেজ ছাত্র হিসেবে ঠিকঠাক মানিয়ে যেতে পেরেছিলাম।”
তিনি জানান, চরিত্রে ঢোকার আগে বয়সের বিষয়টি নিয়ে অভিনেতাদের মধ্যে বেশ আলোচনাও হয়েছিল। “মজার বিষয় হলো, যখন আমরা ক্যাম্পাসে গিয়ে কলেজের পোশাক পরে দাঁড়ালাম, তখন দেখলাম, আমাদের থেকেও অনেক ছাত্র টাকযুক্ত বা ধূসর চুলের। তাদের দেখে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তাদের জিজ্ঞেস করেছিলাম—‘তোমরা ছাত্র, না শিক্ষক?’ তারা বলেছিল ছাত্র। তখন মনে হয়েছিল, বাহ! তাহলে তো আমাদের অনেকটাই তরুণ দেখাচ্ছে।”
‘৩ ইডিয়টস’-এর বেশিরভাগ দৃশ্যই শুটিং হয়েছিল আইআইএম বেঙ্গালুরু ক্যাম্পাসে। এ ছবির সহশিল্পী আমির খানও একাধিকবার জানিয়েছেন, বয়সজনিত কারণে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর, মোনা সিং ও বোমান ইরানি। ‘৩ ইডিয়টস’ মুক্তির পর ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে স্বীকৃতি পায়।
বিডি প্রতিদিন/আশিক