মুন্সিগঞ্জে গত জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত।
এ সময় ‘সি’ ক্যাটাগরিতে আহত মুন্সিগঞ্জ সদর উপজেলার ১০৫ জনকে ১ কোটি ৫ লাখ টাকার চেক তুলে দেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন-সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার আগ্রহ পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয় তাদেরকেও নামতে হয়েছিল। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল