গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় শহরের সার্কুলার রোডের দেশী ভোজের হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে ওয়ার্ল্ড ভিশনের চলমান প্রকল্প, বিশেষ করে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন ম্যানেজার দেবাশীষ রঞ্জন সরকার, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস ও ফিল্ড কোর্ডিনেটর, কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড এক্সট্রানাল ইনগেজমেন্ট আলভি হোসেনসহ গাইবান্ধা শাখার অন্যান্যরা।
এসময় প্রতিনিধিরা বলেন, ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম গণমাধ্যমের সহায়তায় আরও জনবান্ধব ও কার্যকর হবে। সাংবাদিকরাও সংস্থাটির ইতিবাচক কর্মসূচিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার অঙ্গীকার করেন। শেষে অংশগ্রহণকারীদের মতামত এবং ভবিষ্যতে যৌথভাবে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়।
এর আগে গাইবান্ধায় চলমান প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের ওপর তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এএ