নাটোরের গুরুদাসপুরে ভেজাল পন্য মজুদ ও বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা ও মুদি দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় পৌর শহরের চাঁচকৈড় বাজারে ওই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।
জানা যায়, চাঁচকৈড় বাজারের সুমনা এন্টার প্রাইজে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ন নকল বিড়ি-সিগারেট ও শিশু খাদ্য মজুদসহ বিক্রি করতেন শ্রী ভেলা কুন্ডু। খবর পেয়ে প্রশাসন অভিযান চালালে মজুদকৃত বিপুল পরিমান নকল ও মানহীন শিশু খাদ্য জুস, পটেটো, চাটনী, চকলেট, পানীয়, জর্দা, তেল, টেষ্টি স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অনুমোদনহীন (বিএসটিআই) ভেজাল পন্য রাখার অপরাধে ৫৩ ধারায় দোকানীকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে। ভেজাল মানহীন পন্য বিক্রি বন্ধে অভিযান চলবে।
বিডি প্রতিদিন/এএম