রাজশাহী চারঘাটে খেলার মাঠে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আতঙ্কতি হয়ে পড়েন ব্যবসায়ীসহ পথচারীরা। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছিল মঞ্চ। সাজানো ছিল চেয়ার। তবে তার আগেই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত মাঠে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তৈরি করা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন