ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অসহনীয় গরমে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ্য পোহাচ্ছে মানুষ।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়জনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনার নূরতলা এলাকায় দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সাথে তা দাউদকান্দি হয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।
কুমিল্লাগামী ট্রাক চালক সোহেল বলেন, গতকাল রাত ২টায় চান্দিনার নূরতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে মহাসড়কের দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর কারণে সৃষ্টি হওয়া যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। গতকাল রাতে আমি ঢাকায় এসেছিলাম আজকে সকালে কুমিল্লা ফেরার পথে গজারিয়া অংশের বালুয়াকান্দি থেকে যানজট পেয়েছি।
কুমিল্লাগামী প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যেতে ২ ঘণ্টার মত সময় লাগলো। স্বাভাবিকভাবে এই দূরত্ব যেতে চার পাঁচ মিনিট সময় লাগে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ রুহুল আমিন বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সকাল ৯টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু সময়ের ভেতর কুমিল্লামুখী লেনেও যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনার ফলে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। শুনেছি দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/আরাফাত