কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়নসহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা বিএডিসি’র অনিয়মিত শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যেসব শ্রমিক বছরে ২৪০ দিন কাজ করছে তাদের নিয়মিত শ্রমিক হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া শ্রমিক স্থানীয় মজুরি ও মাসে ৩০ দিনের হাজিরা বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের প্রধান সমন্বয়ক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মো. শাহাবুদ্দিন ও আনারুল ইসলাম, সহ-সমন্বয়ক মুকুল হোসেন, আশাদুল হক, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম ও নূর মোহাম্মদ সরকার এবং বিএডিসি মসজিদের পেশ ইমাম জিনারুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজমুল