'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মহান মে দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হল মাঠে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, একজন শ্রমিকের কাঁধে একটি পরিবারের দায়িত্ব থাকে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও ৮ ঘণ্টার কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। তারা বলেন, শ্রমিকরা যেন বেতন না পেয়ে অনশন বা আন্দোলনে যেতে বাধ্য না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।
এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে রংপুর শহরে র্যালি ও সমাবেশ করেছে রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় শ্রমিক পার্টি, ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিক দল, শ্রমিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
বিডি প্রতিদিন/মুসা