আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে মোশাররফ হোসেন (৫৫) নামে এক কৃষককে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলায় তার পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দি?কে এ ঘটনা ঘটে। মোশাররফ হোসেন দিঘীরপাড় গ্রামের শমসের মোল্লার ছেলে। আহত আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এদিকে গাজীপুরে জমি নিয়ে বিরোধে ইসমাইল পালোয়ান (৪৭) নামে এক ব্যক্তিকে গলায় পেরেক ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। ইসমাইল পালোয়ান এলাকায় ফেরি করে বিভিন্ন ভেষজ ও হারবাল ওষুধ বিক্রি করতেন। কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।