‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’-এই প্রতিপাদ্যে নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার(২৮ এপ্রিল) সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান প্রমুখ। র্যালি শেষে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজিম