‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই প্রতিপাদ্যে ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে র্যালিটি বের হয়ে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের সামনে থেকে ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী।
এসময় মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী বলেন, এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা। সংবিধানে উল্লেখ আছে আইনের চোখে সবাই সমান। এই মহান নীতিকে বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদেরকে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে। এমন আয়োজনের মাধ্যমে আমরা আবারও শপথ করি সমাজের সব শ্রেণির মানুষ বিশেষত দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করবো।
জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২৪ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ৬২৩টি মামলার আবেদন হয়। যেখানে ৪২০টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও আপস মীমাংসার মাধ্যমে ৩৮ লাখ টাকা আদায় করে দেওয়া এবং ২৫৮ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসার সাহেদা আক্তার সুমী ও সহকারী জজ সবুজ হোসেন এবং সাথী আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক এ.এন.এম মোরশেদ খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল আমিন খান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মীর মোশারফ হোসেন মানিক, বেসরকারি সংস্থা ইপসার প্রতিনিধি মো. মোহাবুল হকসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা বার ও লিগ্যাল এইড প্যানেলের আইনজীবীরা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মদক্ষতা বিবেচনায় আইনজীবী কাজী মো. শাহজালাল, আবদুল আহাদ ভূঁইয়া ও আব্দুস ছাত্তারকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক দেন।
বিডি প্রতিদিন/নাজিম