খাগড়াছড়ির পানছড়িতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ২নং চেংগী ইউপির চন্দ্র কার্বারিপাড়া থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও বুলেট উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ জানতে পারে চন্দ্র কার্বানিপাড়ার পরিত্যক্ত একটি মাটির ঘরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। খবরের সত্যতা যাছাইয়ের জন্য পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ ঘরটি তল্লাশী করে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল