খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে নববর্ষ ও বৈসাবী উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে খাগড়াছড়ি জেলা আনসার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রায় ১০০ জন ভাতাভোগী হিল ভিডিপি সদস্যদের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম, অধিনায়ক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন। তিনি মহাপরিচালকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক মো. আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণের পর এবার প্রথমবারের মতো মহাপরিচালকের পক্ষ থেকে নববর্ষ ও বৈসাবী উপলক্ষে উপহার বিতরণ করা হয়েছে।
উপহারসামগ্রীর মধ্যে ছিল—পোলাও চাল ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস ৩০০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, ফিরনি মিক্স ১ প্যাকেট ও চিনি ১ কেজি।
নববর্ষ উদযাপন ও বৈসাবীর আনন্দ হিল অঞ্চলের সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে বাহিনীর মহাপরিচালক তিন পার্বত্য জেলার মোট ৬২০ জন সদস্যকে এই উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি এবং মো. আল আমিন, উপজেলা প্রশিক্ষক, গুইমারা, খাগড়াছড়ি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ৩৬০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এই প্রথমবার বাহিনীর বিভিন্ন পদবির সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ধরনের উপহার বিতরণ করা হয়েছে।
মহাপরিচালকের এই উদ্যোগে খুশি ও আনন্দিত ভাতাভোগী সদস্যরা।
বিডিপ্রতিদিন/কবিরুল