রাজশাহী শিক্ষা বোর্ডের চলমান এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত প্রশ্নপত্র বিতরণে গড়মিলের ঘটনা ঘটেছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্রের প্যাকেট খোলা পাওয়ার পর, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশ্নপত্র পরিবর্তন করেছে। তবে, এই বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং বিষয়টি গোপন রাখা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন বাংলাদেশ প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) থেকে ছাপানো হয়। এরপর সেগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। নির্ধারিত সময়ে সেগুলো খোলার পর পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু, উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্ন নওগাঁ জেলায় পাঠানোর পর, সেখানে তিনটি প্যাকেট খোলা পাওয়া যায়।
জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, 'প্রশ্ন প্যাকেট সরবরাহের পর সেগুলো সর্টিং করার সময় আমরা দেখেছি তিনটি প্যাকেটে সিল নেই। তৎক্ষণাৎ আমরা তা আলাদা করে ফেলি এবং বোর্ডকে জানাই। পরে তারা এসে সেগুলো সিলগালা করে রেখে যান। নতুন প্রশ্নপত্রও পরে পাঠানো হয়।'
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, 'যে সমস্ত জায়গায় কম প্রশ্ন গেছে, সেগুলো আবার পাঠানো হচ্ছে। তবে প্যাকেট খোলা পাওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।'
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানান, 'নওগাঁয়ে উচ্চতর গণিত বিষয়টির তিনটি প্রশ্নের প্যাকেট খোলা পাওয়া গেছে। যেহেতু এগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, তাই আমরা নতুন করে বিজি প্রেস থেকে প্রশ্ন প্রিন্ট করিয়ে আবার বিতরণ করেছি। শিক্ষার্থীদের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা সৃষ্টি না হয়, সে কারণে আমরা এটি নিয়ে কোনো তদন্ত করিনি।'
বিডি প্রতিদিন/মুসা