এ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়।
বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মনিরুল ইসলাম, আসিফ মাহমুদ, রাসেল অন্তু।
বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য হুমায়ুন কবির বলেন, আপনাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের সকল দপ্তরে দেয়া হবে। আগামী ১২ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ধর্মঘট শুরু করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল