নগরকান্দার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে 'সিক্স এ সাইড গোল্ডকাপ টুর্নামেন্ট ও মিলন মেলা ' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিদ্যালয় মাঠে শুরু হয়ে দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট চলে। শুক্রবার (৪ এপ্রিল) এ টুর্নামেন্ট সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
খেলায় এসএসসি ২০০০ সালের ব্যাচ থেকে ২০২১ সালের ব্যাচ পর্যন্ত ২০টি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে প্রত্যেক দল ৫ অভারে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হানিফ মন্ডলের পৃষ্ঠপোষকতায় ও সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে গজারিয়া স্পোর্টিং ক্লাব নামের একটি সংগঠন।
খেলা ও মিলনমেলা উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসকে মনোরমভাবে সাজানো হয়। ব্যাচভিত্তিক আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়। সারাদিন খেলার পাশাপাশি পুরোনো বন্ধু বান্ধবেরা একত্রিত হয়ে হাসি আনন্দে মেতে ওঠে।
অনুষ্ঠানের প্রথমদিনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ