মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ৩৫ একরের ৩টি জলমহাল পুনরুদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের দৃঢ় পদক্ষেপে এগুলো পুনরুদ্ধার করে সরকারি রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে অবস্থিত অন্যতম ঐতিহ্যবাহী জলমহাল বিন্দারাণীর ৭ একরের দিঘি ২০১৪ সাল থেকে প্রভাবশালী একটি গোষ্ঠীর দখলে ছিলো। বিভিন্ন মামলা জটিলতার কারণে সরকার এটি নিয়ন্ত্রণে নিতে পারছিলো না। অবশেষে দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে দিঘিটি পুনরুদ্ধার করা হয়। পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ লাখ ৫০০ টাকায় ৩ মাসের জন্য দিঘিটি ইজারা দেওয়া হয়। দীর্ঘ ১১ বছর পর ওই ঐতিহাসিক দিঘিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জলমহালগুলো দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল