বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এই দেশের জনগণ এই ভূখন্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধন সরকার। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে। নিজের ভোট নিজে দিতে পারবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে নরসিংদী আন্ত:জেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আরো বলেন, দ্রব্য মূল্য এখনো ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। এখনো সিন্ডিকেট রয়ে গেছে। ৭২ শতাংশ মানুষ এখনো পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ৩৫ শতাংশ মানুষ এখনো দু বেলা খায়। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, চেম্বার অব কর্মাসের পরিচালক দেলোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, চেম্বার অব কর্মাসের পরিচালক আওলাদ হোসেন, নাজমুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
এর আগে দুপুরে শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। তারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের সব সুবিধা নিয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিবুর দেশে এসে তিনি জাতীয় সরকার না করে দলীয় সরকার করেছেন। একদলীয় সরকার গঠন করে তিনি ৭৪-এ সংবিধান পরিবর্তন করে বাকশাল কায়েম করেছেন।
জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল