বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বৈরাচারী হাসিনা নির্বাচনকে তামাশার নির্বাচনে পরিণত করেছিলো। ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন, ২০১৮ সালের নিশিরাইতের নির্বাচন, ২০২৪ সালের আমি-ড্যামির নির্বাচনের নামে তামাশার নির্বাচন হয়েছিলো। নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত করেছিলো হাসিনা।
তিনি আরও বলেন, নৌকা ডুইবা গেছে। যে নৌকা গত ১৫ বছর জনগণের ক্ষতি করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে ঘুমাতে দেয় নাই, সেই নৌকা ডুইবা গেছে।
তিনি বিএনপির নেতা-কর্মীদের গ্রুপিং না করার আহ্বান জানিয়ে বলেন, আমি কোনো গ্রুপিং দেখতে চাই না। একটাই গ্রুপ থাকবে ধানের শীষ, খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা বাংলাদেশের দাবি -সংস্কার যা করা দরকার, তা দ্রুত করে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেন।
তিনি নিজ দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপি ও শামা ওবায়েদের নামে ধান্দাবাজি, দখলবাজি, চাঁদাবাজি, খুনোখুনিতে কেউ জড়িত হলে সেই দায়িত্ব দল নিবে না, আমিও নিব না।
তিনি বুধবার (১৯ মার্চ) নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে পুরাপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দাউদুর রহমান ফকিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ