ভাঙ্গায় গণধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি নূরে ইসলামকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে আত্মীয় বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। ওই গৃহবধূ ভাঙ্গার আড়ুয়াকান্দি স্টান্ডে সন্ধ্যার দিকে নামলে ৪-৫ জন বখাটে যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করে। পরে ওই গৃহবধূ ১২ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় ৫ জনকে আসামি করে গণধর্ষণের অভিযোগ করেন। ভাঙ্গা থানা পুলিশ ঐ দিনই ৪ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হল ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের সাইদুল মাতুব্বর, ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া গ্রামের নাসির খান। ওই সময় আসামি নুরে ইসলাম পালিয়ে যায়। পরে ১০ মার্চ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা পুলিশ আসামি নুরে ইসলামকে আটক করে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামি নূরে ইসলামকে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর একটার দিকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ