গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে জান্নাতি আকতার (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাতি ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার কন্যা।
বিষয়টি নিশ্চিত করেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ।
চেয়ারম্যান ও নিহতের স্বজনরা জানান, জান্নাতির মা জেসমিন বেগম কাপড় ধয়ে বালতি ভর্তি পানি নলকূপের পাড়ে রেখে গোয়াল ঘরে গরুকে খড় দিতে যায়। এসে দেখে জান্নাতি বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে। জেসমিন বেগমের চিৎকারে পরিবারের সদস্যরা ছুঁটে এসে জান্নাতিকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট করে।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম রেজা বলেন, ‘এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ