শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-বারোমারী দুই লেনের সড়ক গত বন্যায় ভেঙে গেছে।এতে দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়কে চলাচলকারী অন্তত ৫০ হাজারের বেশি লোকজন।মুল সড়কের বেহাল দশায় গ্রামের মাঝ খান দিয়ে বিকল্প ছোট ছোট সড়কগুলো দিয়ে চলাচল করছে ছোট, মাঝারি ও ভারীসহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে ছোট গ্রামীণ সড়কগুলো বেশ ঝুঁকির মধ্যে পড়েছে। সামান্য বন্যাতে প্রতি বছর সড়কে এই অবস্থার সৃষ্ঠি হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে এই দুর্ভোগের স্থায়ী সমাধান খোঁজতেই বড় পরিকল্পনা ও অর্থ প্রাপ্তি হয়ে গেছে। বন্যা থেকে এই সড়ককে বাঁচাতে প্রয়োজন অন্তত দুটি আধুনিক কার্লবার্ট। কার্লবার্টসহ সড়ক আধুনিককরণ হবে। বারবার সংস্কারের জন্য সরকারের অর্থ ব্যয় হয়। আগামী বর্ষার আগেই সড়কের কাজ বাস্তবায়ন হয়ে যাবে। সরকারের পরিকল্পনা মতে সড়ক বাস্তবায়ন হয়ে গেলেই বারবার এই সড়ক সংস্কারে সরকারে আর অর্থ ব্যয় হবে না, মানুষের দুভোর্গ কমবে। গেল বছরের ৫ অক্টোবর পাহাড়ি ঢল ও বন্যায় পানির তোড়ে নন্নী-বারোমারী দুই লেন সড়ক ভেঙে যায়। দুটি স্থানে বড় আকারে ভাঙনসহ সড়কের দুই পাশে প্রায় ৩৫০ মিটার ধসে গেছে। এতে কয়েকটি ইউনিয়নের মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। তবে দ্রæতই স্বস্থি মিলবে।
শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেছেন, সড়কে আধুনিক দুটি কালবার্টসহ সড়কের ওই ভাঙনের মেরামত বাবাদ সাড়ে আট কোটি টাকা ব্যয় ধরে টেন্ডার আহবান করার কাজ চূড়ান্ত পর্যায়ে।
বিডি প্রতিদিন/এএ