লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২১ মে) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, পুশইনের শিকার ওই ১১ জনকে বর্তমানে পাটগ্রাম থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, ধবলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে কিছু মানুষকে হেঁটে আসতে দেখেন তারা। একপর্যায়ে নতুন বাজার এলাকায় পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে ৬১-বিজিবির সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।
৬১-বিজিবির অধীন ধবলসূতী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, “আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ওসি মিজানুর রহমান জানান, “বিজিবি ১১ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে ৭ জন নারী এবং ৪ শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। তাদের পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ