ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক-ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৫৭ জন পঙ্গু-দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা ট্রাক ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সড়ক সম্পাদক সাকিব বাবু, জেলা ট্রাক ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্ট, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ সকল স্তরের নেতা-কর্মীরা।
পরে এক আলোচনা শেষে ৫৭ জন পঙ্গু, অসহায় মানুষের মাঝে প্রায় দেড় লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ