সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ওহিদ আলী নবীন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষাল বাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ আগস্ট পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুপশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়।
একপর্যায়ে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালতের বিচারক ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ