বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর উদ্যোগে একযুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকালে বর্নাঢ্য র্যালি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সকালের প্রথম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, অধ্যাপক ডা. অনুপ রহমান চৌধুরী, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক বিগ্রে. জেনারেল (অব.) ডা. মো. জামিলুর রহমান, অধ্যাপক ডা. মো. আমিরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আবু ইউসুফ হাসান, ডা. আনোয়ার-উল ইসলাম বাবু, ডা. লায়েক আহমেদ, ডা. জান্নাতুল ফেরদৌস আশা, ডা. হাসনা পারভীন সিপলা, মেডি প্লাস এর ব্র্যান্ড ম্যানেজার এন সি সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থী ও কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল