অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীদের অন্য দাবি হচ্ছে, আহতদের চিকিৎসা প্রদান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসন মেনে নিয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে কাজ চলছে। এর আগে, বুধবার রাত ১১টার পর কাজলা গেটসংলগ্ন হোটেলে খাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফারাবি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একই বিভাগের শিক্ষার্থী বকশী ও নাট্যকলা বিভাগের মিনহাজ।