টঙ্গীতে মারামারি ফেরাতে গিয়ে কবির মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় পাগাড় ঝিনুমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কবির মোল্লার বাড়ি খুলনায়। তিনি টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিবারের নিয়ে বাস করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবির মোল্লার নাতি মাওলানা রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী ওলি আহমেদের বাগবিতণ্ডা ও মারামারি হয়। মারামারি ফেরাতে গিয়ে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন কবির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসাল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।