যশোর-নড়াইল মহাসড়কের দুই তলায় গতকাল ৭৩৫ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আবু বকর সিদ্দিক (৩৪) যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। যার বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা। মামলা দায়ের পর তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান।