সিরাজগঞ্জের কামারখন্দে আলোচিত মাদরাসাছাত্রী ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সলঙ্গায় র্যাব-১২ হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপঅধিনায়ক মেজর আহসান হাবিব। গ্রেপ্তার নাইম কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ১৯ অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পার্কের সামনের একটি রেস্টুরেন্টে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়। র্যাব-১২ র্যাব-১১ এর সহযোগিতায় বুধবার কুমিল্লার জিয়ারকান্দি থেকে অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেপ্তার করে।