কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি ওরফে যুথি (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা গতকাল সকালে পুকুরে লাশ ভাসতে দেখে থানায় জানান। কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। যুথি শহরের পিয়ারাতলা এলাকার বাচ্চু ইসলামের মেয়ে। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী নাহিদ ইসলামের সঙ্গে চৌড়হাস এলাকায় থাকতেন তিনি। প্রথম সংসারে তার একটি মেয়ে রয়েছে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, ঘটনাস্থল থেকে একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। অনন্যা ইসলাম সুমি ওরফে যুথির লাশ পাঠানো হয়েছে মর্গে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।