গাইবান্ধার ফুলছড়ির ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালিরবাজার বটতলা এলাকায় ‘জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কমিটির আহ্বায়ক রেবতী বর্মণের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মোস্তাফিজার রহমান মুকুল, সাদেকুল ইসলাম মাস্টার, আবদুল্লাহ সরকার, ইউনুস আলী, রানু সরকার, উত্তম বর্মণ, সাধন চন্দ্র প্রমুখ।