লক্ষ্মীপুর সদরে নিখোঁজ এক রাজমিস্ত্রির পা বাঁধা লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজমিস্ত্রি ইউছুফ হোসেন (৪৫) সদর পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বৃহস্পতিবার থেকে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। একদিন পর লাশ পেলাম। পা গামছা দিয়ে বাঁধা ছিল। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।