কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক মানব পাচার চক্র। উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাচারের চেষ্টা করছে চক্রটি। এ ছাড়া অনেক পাচারকারী টেকনাফের দুর্গম পাহাড়ি আস্তানায় বিদেশ গমনে আগ্রহীদের আটকে রেখে মোটা অঙ্কের মুক্তিপণও আদায় করছে। বৃহস্পতিবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে পাচারের জন্য নিয়ে আটকে রাখা ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ নারী ও ২১ শিশু। তাদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ একটি দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের গহিন পাহাড়ে একটি আস্তানায় জড়ো করে। তাদের মধ্যে কাউকে মালয়েশিয়ায় উন্নত জীবনযাপনের প্রলোভন, আবার কাউকে অপহরণ করে নিয়ে আসা হয়। অপহরণ করে নিয়ে আসা ব্যক্তিদের সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল। গোপনে খবর পেয়ে ওই আস্তানায় কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালায়। ৬৬ জনকে উদ্ধার সম্ভব হলেও পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। তাদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর বিজিবি মেরিন ড্রাইভ-সংলগ্ন কচ্ছপিয়া ও বড়ইতলী এলাকা থেকে ১১ বন্দিকে উদ্ধার ও মানব পাচার চক্রের ১২ সদস্যকে আটক করে। এসব অভিযানে উঠে এসেছে ভয়াবহ ও চাঞ্চল্যকর সব তথ্য। চলতি বছরের প্রথম সাড়ে আট মাসে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ৭১ মানব পাচারকারীকে আটক করে বিজিবি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, জুলাই মাসে ১৫, আগস্টে ৪ এবং সেপ্টেম্বর মাসে (এ পর্যন্ত) ১৭ পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মিয়ানমার, মালয়েশিয়া ও বাংলাদেশ- এ তিন দেশে বিস্তৃত এ চক্রকে দমনে সব বাহিনীর সমন্বয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বিজিবির তথ্যমতে, বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়ায় ছড়িয়ে থাকা এ আন্তর্জাতিক মানব পাচার চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থান করা পাচারকারীরা স্থানীয় সহযোগীদের মাধ্যমে লোক সংগ্রহ, আটকে রাখা এবং মুক্তিপণ আদায় করছে। বিজিবির অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত হোসেন, সাইফুল ও নিজাম নামে তিন ব্যক্তি এ আন্তর্জাতিক চক্রের মূল হোতা। তাদের অধীনে রয়েছে বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত দালাল ও দস্যুদের একটি শক্তিশালী নেটওয়ার্ক। চক্রটি রোহিঙ্গা ক্যাম্প, স্থানীয় কিছু প্রভাবশালী, মাদক পাচারকারী এবং বিদেশে থাকা বাংলাদেশিদের সঙ্গে যোগসাজশে কাজ করছে। উদ্ধার হওয়া মো. জুবায়ের (৩৩) বলেন, ‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে পাহাড়ি এলাকায় এনে বন্দি করে রাখে। আমাদের একটি রুমে তালাবদ্ধ করে দুই দিন খাবার দেয়নি। পরে বলেছে, মালয়েশিয়ায় পৌঁছালে সাড়ে ৩ লাখ টাকা দিতে হবে।’ এদিকে মঙ্গলবার কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন ল’ইয়ার্স আ্যাসোসিয়েশনের (বিএনডাব্লিউএলএ) সহায়তায় মতবিনিময় সভায় তথ্য প্রকাশ করা হয়, কক্সবাজারের তিনটি ট্রাইব্যুনালে ৪৫২টি মানব পাচার মামলা বিচারাধীন। তার মধ্যে, ট্রাইব্যুনাল-১-এ ৯১টি মামলা, ট্রাইব্যুনাল-২-এ ২৯টি মামলা এবং ট্রাইব্যুনাল-৩-এ ৩৩২টি মামলা রয়েছে।
শিরোনাম
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
প্রকাশ:
০০:০০, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪৫, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
পাচারের সময় উদ্ধার নারী-পুরুষ-শিশু
ফের সক্রিয় মানব পাচারকারী চক্র
চলতি বছর ৭১ পাচারকারী আটক কক্সবাজারে বিচারাধীন ৪৫২ মামলা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর