সিরাজগঞ্জের আলোচিত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। সদর আমলি আদালতের জিআরও জুয়েল রানা গতকাল বিষয়টি নিশ্চিত করেন। এনামুল হক বিজয় ছিলেন কামারখন্দ উপজেলার করপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এবং চালা গ্রামের আবদুল কাদেরের ছেলে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন- পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ, যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, আল-আমিন।